- Home
- আমাদের সম্পর্কে
“রসায়ন না হয়ে রসহীন হওয়া উচিত ছিল”, কাঠখোট্টা রসায়ন নিয়ে আমাদের সবারই কম-বেশি বিতৃষ্ণা আছে, পড়ার জন্যই পড়া। কিন্তু এই রসায়ন-ও যে কতটা উৎসাহ নিয়ে পড়া যায়, অতি সহজে পরীক্ষায় কেবলমাত্র ভালো নয়, A+ ও নয়, ১০০ তে ১০০ পাওয়া সম্ভব, তা হয়তো আমাদের অনেকেরই ধারণাতীত। এই কঠিনকে বাস্তবে রুপ দিতেই আছেন রসায়নের মেহেদী স্যার! মোঃ আল মেহেদী রাজশাহী কলেজ ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। কলেজ জীবন থেকেই রসায়নের প্রতি অগাধ ভালোবাসা থেকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন রসায়নের উপর শিক্ষকতা। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই তিনি প্রতিষ্ঠা করেছেন মেহেদী কেমিস্ট্রি একাডেমী। তার হাত ধরেই শত শত শিক্ষার্থী জায়গা করে নিয়েছে বাংলাদেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে। রসায়ন প্রেমীদের জন্য প্রতিষ্ঠা করেছেন Chem-ius ক্লাব। লক্ষ্য- তরুণ প্রজন্ম থেকে রসায়নের ভয় চিরতরে মুছে ফেলা। দুর্গম পথ, কিন্তু পাড়ি দিতে প্রস্তুত। তোমরা প্রস্তুত তো???
শিক্ষার্থী সংখ্যা
ব্যাচ সংখ্যা
প্রকাশিত বই