Mehedi Chemistry Academy

Mehedi Chemistry Academy

রসায়নের মেহেদী স্যার নামে পরিচিত মোঃ আল মেহেদী রাজশাহী কলেজ ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। কলেজে পড়াশোনার সময় থেকেই রসায়নের প্রতি তার আলাদা ভালোলাগা সৃষ্টি হয়। আর সেখান থেকেই চিন্তা শুরু। রসায়নের প্রতি অগাধ ভালোবাসা থেকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন রসায়নের উপর শিক্ষকতা। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই তিনি প্রতিষ্ঠা করেছেন মেহেদী কেমিস্ট্রি একাডেমী। তার হাত ধরেই শত শত শিক্ষার্থী জায়গা করে নিয়েছে বাংলাদেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে। রসায়ন প্রেমীদের জন্য প্রতিষ্ঠা করেছেন Chem-Ius ক্লাব। যেখানে শিক্ষার্থীরা খুব সহজেই রসায়ন চর্চা করতে পারে। লক্ষ্য- তরুণ প্রজন্মের কাছে থেকে রসায়নের ভয় কে চিরতরে মুছে ফেলা। দুর্গম পথ। কিন্তু পাড়ি দিতে প্রস্তুত।